COVID-19 সংক্রমণ রোধকল্পে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তুফান কনভেনশন সেন্টার এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মির্জা সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সদর সার্কেল, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃজয়ন্ত কুমার সরকার,(এমও সিএস), সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল কালাম বাবলা,সভাপতি জেলা কমিউনিটি পুলিশিং কমিটি,সাতক্ষীরা। অনুষ্ঠানে এসময় সাতক্ষীরা থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ, পরিদর্শক (অপারেশন) বিপ্লব কান্তি মন্ডল সহ সকল ফাড়ির পরিদর্শক, আইসি সহ সদর থানার সকল এসআই, এএসআই ও সকল কনস্টেবল বৃন্দ উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) করোনা প্রতিরোধে পুলিশ সদস্যের করনীয় ও বর্জনীয় বিভিন্ন কার্যক্রমের নির্দেশনা দেন। পুলিশ সুপার এসময় করোনা মোকাবেলার পাসাপাসি ঘুর্ণীঝড় আস্ফালন মোকাবিলায় পুলিশ সদস্যদের মানসিক ভাবে প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।সাথে সাথে পুলিশ সদস্যদের পুষ্টিকর খাবার খাওয়ার ও বিয়াম করার নির্দেশনা দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)। প্রশিক্ষণ শেষে সাতক্ষীরা জেলা পুলিশের সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পুলিশ সুপারের নিকট তুলে দেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।