সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের বাংলোয় নেহারিকা ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। তিনি বলেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অতীতের তুলনায় সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার মান ও খেলাধুলা সেটি প্রমান করে। বার্ষিক পরীক্ষায় সন্তোষ জনক ফলাফর অর্জন করেছে। শিক্ষকদের আরো শিক্ষার্থীদের উপর গুরুত্ব দিতে হবে। অচিরেই কালেক্টরেট স্কুল একটি মডেল স্কুলে পরিনত হবে। তিনি আজীবন স্কুলের সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ সেলিনা আফরোজ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহ্ আবদুল সাদী, অতি: জেলা প্রশাসক সার্বিক অনিন্দিতা রায়, প্রতিষ্ঠানের একাডেমীক ইনচার্জ রবিউল ইসলাম সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শনকরেন এবং শিক্ষার্থীদের লেখপাড়ার খোজ খবর নেন। পরে শিক্ষকদের সাথে সৌনজ্য সাখ্যাতে মিলত হন।