আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী ছাদেকুর রহমান, সিভিল সার্জন ডাঃ আবু শাহিন, ৩৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই)’র উপ-পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরাসহ আইনশৃখংলা কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা এ সময় সাতক্ষীরা জেলার আইনশৃখংলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্য বদ্ধ হয়ে একযোগে কাজ করার আহবান জানান।