সাতক্ষীরা জেলায় ডেঙ্গু প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সমূহ:-
১) ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে জেলার স্বাস্থ্যকর্মী, পৌরসভা প্রতিনিধিসহ/কাউন্সিলর/ওয়ার্ডমেম্বার সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই মনিটরিং টিম নিজ নিজ এলাকায় মশকের বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণ করবে।
২) মনিটরিং টিমের মাধ্যমে প্রতিটি বাড়িতে লিফলেট বিতরণ ও সচেতনতা বৃদ্ধির জন্য যথাযথ প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে।
৩) জেলা ও উপজেলা হাসপাতালে ডেঙ্গু কর্নার করা হয়েছে। যেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হট লাইন চালু করা হয়েছে। হট লাইন নম্বর -০১৭৩০৩২৪৮০২।
৪)সকল NGOদের সমন্বয়ে উপজেলা ও জেলায় ডেঙ্গু বিস্তার রোধে জোরালো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের সহায়তায় জেলায় সচেতনতা র্যালি এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৫)জেলায় মশক বিস্তারের স্থান চিহ্নিত করে সেখানে fogger machine দিয়ে স্প্রে এর ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
৬)জেলায় ডেঙ্গু জ্বরের টেস্টিং কিট অপ্রতুল থাকায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, উত্তরণ এনজিও এর সহায়তায় জরুরী ভিত্তিতে ডেঙ্গু জ্বরের টেস্টিং কিট আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৭) জেলা শহরের মধ্য দিয়ে বহমান প্রাণসয়ার খাল এর নোংরা পরিবেশ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্ন করার জন্য আগামী ০১-০৮-১৯ তারিখ থেকে আশু কার্যক্রম গ্রহণ করা হবে।
৮)ঢাকা থেকে সাতক্ষীরায় চলাচলরত দূরপাল্লার বাস মালিকদের ডেকে তাদেরকে নিজ নিজ পরিবহনে মশা নিধন এর স্প্রে করার ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
০৯) ঢাকা থেকে সাতক্ষীরায় আগত দূরপাল্লার বাস সাতক্ষীরার মূল শহরে প্রবেশের আগে নির্দিষ্ট স্থানে স্প্রে করার ব্যবস্থা রাখা হয়েছে।
১০)জেলায় সকল স্থানীয় ক্যাবল চ্যানেলে ২৪ ঘণ্টা ডেঙ্গু সর্ম্পকে সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে এবং একই সাথে জেলা তথ্য অফিসের মাধ্যমে এই সর্ম্পকে মাইকিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১১)সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে জেলার সকল স্কুল-কলেজে লিফলেট বিতরণ এবং প্রধান শিক্ষকদের স্কুলের এসেম্বলিতে এই সর্ম্পকে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
১২)মসজিদের ইমামদের ডেঙ্গু সর্ম্পকে প্রচারণা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে।
১৩)ঢাকা থেকে জ্বর নিয়ে কেউ জেলায় প্রবেশ করলে তাকে সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং জেলার স্কাউট সদস্যদের মধ্যমে বাসে লিফলেট বিতরণএর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৪)জেলায় ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে গৃহীত কার্যক্রম তদারকি করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকদের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে।
১৫) বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মূল্যায়নের জন্য প্রতিদিন সিভিল সার্জন ও জেলার স্বাস্থ্যবিভাগের অন্যান্যদের নিয়ে follow up ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৬) জেলার সকল জনপ্রতিনিধিদের সাথে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করার জন্য জেলাবাসিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হলো এবং জেলা প্রশাসন থেকে এ সংক্রান্ত গৃহীত সমস্ত কার্যক্রমে যার যার স্থান থেকে অংশগ্রহণের অনুরোধ করা হলো।