মাহফিজুল আককাস: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স মিলানায়তনে জেলা আওয়ামীলীগের আহবানে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সহ-সভাপতি অ্যাডভোকেট এস.এম হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মফজুলার রহমান খোকন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন,

সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, মো. আসাদুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোটেক ওসমান গনি, দপ্তর সম্পাদক শেখ হারুর উর রশিদ, উপ-দপ্তর সম্পাদক জে.এম ফাত্তাহ, অর্থ সম্পাদক মো. আছাদুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, দেবহাটা

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুল লতিফ, মো. আসাদুজ্জামান অসলে, ডা. মুনছুর আহমেদ, মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা অহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, ঘোষ সনৎ, শেখ ফিরোজ আহমেদ স্বপন, এনছান বাহার বুলবুল প্রমুখ।

এসময় জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামীলীগের অস্তিস্তের লড়াই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে এবং নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে পাড়া মহল্লায় দূর্গ গড়ে তোলার আহবান জানান হয় এবং প্রতিটি ভোট কেন্দ্রে জামাত-বিএনপি চক্রকে প্রতিহত করার জন্য সকল নেতা কর্মীকে সজাগ থাকতে হবে। এ বিষয়ে নির্বচনী পরিচালনা কমিটি গঠন করার জন্য দলীয় নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন