মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, মিজান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, নির্বাহী সদস্য তানজীম কালাম তমাল, মো. আব্দুল মান্নান, মনিরুজ্জামান কাঁকন, আ.ম আক্তারুজ্জামান মুকুল, ইদ্রিস বাবু, রুহুল আমিন, কাজী আকতার হোসেন, সৈকত, ইকবল কবির খান বাপ্পি, সফিউল আযম, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের আলোচ্য সূচি বার্ষিক চাঁদা অনুমোদন, হিসাব, মৃত ক্রীড়া সংগঠকদের রুহের মাগফিরাত কামনায় শোক প্রস্তাব, গত সভার কার্যবিবরনী সংশোধন পঠন ও অনুমোদন ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।