সাতক্ষীরা জেলা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 321 দর্শন

 

সাতক্ষীরা জেলা পরিদর্শন করেছেন  খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকবার), পিপিএম। বুধবার ০৭ ডিসেম্বর, ২০২২ তারিখ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান খুলনা রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।

পুলিশ অফিসে আসার আগে রেঞ্জ ডিআইজি  সাতক্ষীরা শহরের খুলনা রাস্তার মোড়ে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান।

পরে রেঞ্জ ডিআইজি  সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর  সভাপতিত্বে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন।

বিশেষ কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি কে সাতক্ষীরা জেলা জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জানান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

তিনি এ সময় সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরায় পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সাথে মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ডিআইজি মঈনুল হক পিপিএম-বার, বিপিএম।

একই দিন পুলিশ সুপারের সভাপতিত্বে  রেঞ্জ ডিআইজি  সাতক্ষীরা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে এসপি অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।

এসময় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট (পুলিশ সুপার) মো: বেলায়েত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল ইসলাম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম,দেবহাটা ও আশাশুনি সার্কেল সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ, তালা সার্কেল এএসপি সাজ্জাদুর রহমান,ডিআইওয়ান জাহিদ,সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,ট্রাফিক পুলিশের  টিআই (এডমিন)শ্যামল কুমার চৌধুরী, কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা, আশাশুনি থানার ওসি মোমিনুল ইসলাম,পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ সহ জেলার আটটি থানার অফিসার ইনচার্জ, জেলা কমিউনিটি পুলিশিং ফর্ম সাতক্ষীরার সভকপতি ডা.আবুল তালাম বাবলা, কমিউনিটি পুলিশিং মেম্বার জোন্সা আরা সহ প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ঐ প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

সবশেষে রেঞ্জ ডিআইজি পুলিশ লাইন্সে পুলিশ ম্যাচের আধুনিকায়ন ও সংস্কার কাজের ফলক উদ্বোধন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন