দেশের সদ্য বিলুপ্ত ৬১টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে সদ্য বিদায়ী চেয়ারম্যানরাই দায়িত্ব পেয়েছেন।
বুধবার এ সংক্রান্ত আদেশ জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, “সদ্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানরাই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। আজই আমরা প্রজ্ঞাপন জারি করেছি। তাদের দায়িত্ব আজ থেকেই শুরু হবে। তবে প্রশাসক হিসেবে তাদের মেয়াদ কোনোভাবেই ছয় মাসের বেশি হবে না।”
দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৭ এপ্রিল পর্ষদগুলো বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
এসব পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের।
সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের ‘সচিব’ পদের নাম বদলে ‘নির্বাহী কর্মকর্তা’ করা হয়েছে।
গত ১৮ এপ্রিল এক আদেশে সব জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের তা জানিয়ে দেয় স্থানীয় সরকার বিভাগ।
জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে গত ৬ এপ্রিল ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ সংসদে পাস হয়। ১৩ এপ্রিল সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট প্রকাশ করা হয়।
এর ধারাবাহিকতায় মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।এদিকে নবাগত জেলা পরিষদ প্রশাসক কে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে সুলতানপুরে তাঁর নিজস্ব বাসভবনে যান আ’লীগ নেত্রী লাইলা পারভীন সেজুতি, জেলা আ’লীগ সদস্য নাজমুন নাহার মুন্নী, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.সুব্রত ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।