★★★★
সিটিজেন জার্নালিষ্ট(জিমি):
“বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল” উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্ব-পরিবারে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার ও সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ সাজ্জাদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব কেএম আরিফুল হক, সাতক্ষীরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মেরিনা আক্তার, জেলা বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব শেখ মোঃ ইয়াছিন আলী, সহকারী পুলিশ সুপার(সদর) জনাব মোঃ হুমায়ুন কবির, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস আমিনা হক সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এসময় সম্মানিত অতিথিবৃন্দ জাতির জনকের ৯৮তম শুভ জন্মদিনের কেক কাটেন এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।অনুষ্ঠান শেষে জাতির পিতার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।