ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট ব্যবহার করুন, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সোমবার সকালে শহরের বাসটার্মিনাল থেকে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বাস টার্মিনালে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা বাসমালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক গোলাম মোরশেদের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।এসময় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ্উদ্দিন, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান,সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত)আবুল কালাম আজাদ,জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, ট্রাক মালিক সমিতির প্রতিনিধি আবু শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়    আলোচিত  সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালালে ১০ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্স না থাকলে ২৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।সুতরাং আমরা চাইনা কাউকে এত বড় অংকের টাকা কাউকে জরিমানা করতে।

জেলা পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়,  নতুন আইনে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডিত করা হবে। এর আগে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল চার মাসের কারাদণ্ড বা ৫০০ টাকা অর্থদণ্ড। কর্তৃপক্ষ ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সমিতি ড্রাইভিং লাইসেন্স তৈরি, প্রদান ও নবায়ন করলে শাস্তি অনধিক দুই বছর। 

নিবন্ধন ছাড়া গাড়ি চালালে অনধিক ছয় মাসের জেল বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বাস-ট্রাক ও মটরযান  চালকদের উদ্যেশ্যে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়….. 

১. অবহেলায় গাড়ি চালানোতে গুরুতর আহত বা প্রাণহানিতে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড।

২. উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড প্রমাণ হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

৩. লেন ভঙ্গ ও হেলমেট ব্যবহার না করায় অনধিক ১০ হাজার টাকা জরিমানা।

৪. ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল ও ২৫ হাজার টাকা বা উভয় দণ্ড ।

৫. নিবন্ধন ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ৫০ হাজার টাকা বা উভয় দণ্ড।
৬. ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ২৫ হাজার টাকা বা উভয় দন্ড।

অনুষ্ঠানে  ব্যক্তারা  সড়ক পরিবহন আইন-২০১৮  মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন