মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের কে সন্মাননা প্রদান করেছে।মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেটে এ সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সকল থানা হতে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যসহ তাদের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।এসময় মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যসহ তাদের আত্মীয় স্বজনের নিকট সন্মাননা (উপহার সামগ্রী) প্রদান করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর ব্যক্তব্যে বলেন,  মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অবদান কখনও ভোলার নয়। দেশ ও দেশের মানুষের নিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকা প্রশংসনীয়। পুলিশরাই পারে জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত সুন্দর সাতক্ষীরা উপহার দিতে। কোন নিরাপরাধ মানুষ যেন পুলিশের দ্বারা হয়রানীর শিকার না হয় সেই আহবান জানান। অবসর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদানের উদ্যোগের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান।’

সাতক্ষীরা জেলা পুলিশ আয়োজিত উক্ত মহতি অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,কালিগঞ্জ সার্কেল এডিশনার এসপি জামিরুল ইসলাম, সদর সার্কেল এডিশনাল এসপি মির্জা সালাহ্উদ্দিন,দেবহাটা সার্কেল এএসপি ইয়াছিন আলী, তালা সার্কেল এএসপি হুমায়ুন কবির,ডিএসবির সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা অপারেশন কট্রোল পরিদর্শক আজম খান, বিশেষ শাখার   ডিআইওয়ান  মিজানুর রহমান,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎন্সা আরা,সাতক্ষীরা পুলিশ লাইন্সের আরও ওয়ান শেখ জুয়েল হাসান প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলার সকল থানা হতে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যসহ তাদের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন