জেলা পুলিশ,সাতক্ষীরার এপ্রিল/২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি,গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল,আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার গুরুত্বারোপ করেন।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার বিট পুলিশিং কার্যক্রম এবং নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী মিটিং করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, এম,জে সোহেল,কলারোয়া থানার ওসি মোহা: মোস্তাফিজুর রহমান,আশাশুনির ওসি মোমিনুল হক,ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী,
বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, কোর্ট ইন্সপেক্টর অমল কুমার, দেবহাটার ওসি বাবুল আক্তার,সদর থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম,পাটকেল ঘাটা থানার ওসি সেখ মাহামুদ হোসেন,কালিগজ্ঞ থানার ওসি মামুন রহমান, শ্যামনগর থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম বাদল,তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম, ডিবির ওসি বাবলুর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সিভিল স্টার্ফ গণ উপস্থিত ছিলেন।