সাতক্ষীরা জেলা পুলিশের আগষ্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের মিলনায়তনে আগষ্ট/১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) । সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপার জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ দের কে বিশেষ নির্দেশনা দেন।পুলিশ সুপার বলেন বাংলাদেশ সম্প্রতির দেশ। এখানে হিন্দু-মুসলমান ভাই ভাই।তিনি বলেন ধর্ম যার যার,অনুষ্ঠান সবার।সুতরাং শারদীয় দূর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীর মানুষেরা যেনো শান্তিতে ও নিরাপদে শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে পারে তার সকল ব্যবস্থা সাতক্ষীরা জেলা পুলিশ করবে।সভায় পুলিশ সুপার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগ কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া সম্প্রতি স্কুল কলেজের সামনে বখাটে তরুন দের ইভটিজিং বন্ধ করতে,সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের সৃষ্টি না হতে জেলা গোয়েন্দা শাখাকে তৎপর থাকার নির্দেশা দেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশের সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃহুমায়ুন কবির, বিশেষ শাখার ডিআইওয়ান মোঃমিজানুর রহমান,সাতক্ষীরা থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান,ট্রাফিক পুলিশের টিআই কামরুল ইসলাম, ডিবি পুলিশের পরিদর্শক হারান চন্দ্র পাল সহ অপরাধ পর্যালোচনা সভায় সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।পরে সাতক্ষীরা জেলা কে জঙ্গি -মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষে সকল পুলিশ সদস্যদের কে আন্তরিক ভাবে পেশাগত দায়িত্ব পালন করার আহবান জানান জেলা পুলিশের এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।