সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবারে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে সকাল ৮ টায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

জেলা পুলিশের মাস্টার প্যারেডে কমান্ডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন । মাস্টার প্যারেডে পুলিশ সুপার প্রত্যেকটি পুলিশ সদস্যের ইউনিফর্ম,হ্যান্ড ক্যাপ সহ অন্যান্য সরকারী জিনিষপত্র যাচাই-বাছাই করেন।প্যারেড শেষে পুলিশ সুপার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল থানার ওসি দের উদ্যেশ্যে বিশেষ ব্রিফিং প্রদান করেন সাথে সাথে সড়কে প্রাণহানী রোধ করতে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল মির্জা সালাহ্উদ্দিন এর নেতৃত্বে একদল চৌকশ পুলিশ জেলা পুলিশ সুপার কে গার্ড অফ অনার(সালামী) প্রদর্শন করেন। পরে পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, অস্ত্রাগার, মালখানা, রেশন সেক্টর সহ যানবাহন শাখা পরিদর্শন করেন।

এসময় মাস্টার প্যারেডে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ কালিগজ্ঞ সার্কেলের এডিশনাল এসপি মোঃজামিরুল ইসলাম, সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি মির্জা সালাহ্ উদ্দিন,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহমেদ হাশমী, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম, চার্লি-টু মোমিন হোসেন সহ সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন