সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৭ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেট অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন প্যারেড কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন।মাস্টার প্যারেডে পুলিশ সুপার পুলিশ সদস্যদের ইউনিফর্ম, বেল্ট,সুজ, অস্ত্র,হ্যান্ড ক্যাপ বিধি মোতাবেক পরা হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেন।সাথে সাথে পুলিশ সদস্যদের রুচী সম্মত গেটআপ আছে কিনা তাও মনিটরিং করেন।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলার সকল পুলিশ সদস্যদের আন্তরিক ভাবে পেশাগত দায়িত্ব পালনের লক্ষে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন।ব্রিফিং শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের অস্ত্রাগার, রেশনগার,মালখানা সহ যানবাহন শাখা পরিদর্শন করেন।
এসময় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (Promoted Police Super) মোহাম্মদ ইলতুৎ মিশ, কালিগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির,ডিএসবির সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম,জেলা অপারেশন কট্রোল পরিদর্শক আজম খান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, ডিবির ইনচার্জ মহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কামরুল ইসলাম,সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান,ডিবির পরিদর্শক হারাণ চন্দ্র সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ মাস্টার প্যারেডে অংশ নেন।