মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে ১০ জানুয়ারী ২০২০ তারিখ হতে ক্ষণগণনা শুরু বিষয়ক অনুষ্ঠানমালার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর() সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল কিছুর উর্দ্ধে। সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মুজিববর্ষ উদ্যাপন করা হবে। সাতক্ষীরা শহরকে বর্ণিল সাজে সাজাতে হবে। উদ্যোগ ও চেতনা নিয়ে সাতক্ষীরায় মুজিববর্ষ পালন করা হবে এবং সাতক্ষীরার স্বাধীনতার স্বপক্ষের মানুষদের সাথে নিয়ে সম্মিলিতভাবে মুজিববর্ষ উদ্যাপন করবো।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী রীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপপরিচালক হোসেন শওকত, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মমতাজ আহমেদ বাপ্পি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন