সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল এঁর নির্দেশে আশাশুনি উপজেলার কুল্যা ও বুধহাটার কয়েকটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাম্মী আক্তার।
এসময় ক্লিনিকগুলো ডাক্তার ও নার্সশূন্য অবস্থায় পাওয়া যায়। তাছাড়াও লাইসেন্স হালনাগাদ না থাকা , বিকল ও অপর্যাপ্ত যন্ত্রপাতি, অসাস্থ্যকর ওটি রুম ছাড়াও বিভিন্ন অব্যবস্থাপনা পাওয়া যায়। এসময় আইনের বিভিন্ন বিধান লঙ্ঘন করায় কুল্যায় অবস্থিত সোনারবাংলা ক্লিনিকের মালিক অরুন কুমার মন্ডল ও মা সার্জিক্যাল ক্লিনিকের মালিক রেজাউল্লাহ কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং বুধহাটায় অবস্থিত জনসেবা ক্লিনিককে ১০০০০/- জরিমানা এবং উক্ত ক্লিনিককের প্যাথোলজি ল্যাব, আল্ট্রাসোনো রুম ও ওটিরুম সিলগালা করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জনসেবায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।