মাহফিজুল ইসলাম আককাজ: সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১০০ পাউন্ডের কেক কাটা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ১০০ পাউন্ডের কেক কাটেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ বুলু, জেসমিন চৌধুরী, ইসমত আরা, যুগ্ম সম্পাদিকা সুলেখা দাশ, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, রওশনারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সদস্য শিমুন শামস্, মমতাজ সুলতানা, মনোয়ারা, তৈয়েবা, আকলিমা লিমা, গুলশানারা, ছাত্র নেতা কাজী হিমেল প্রমুখ। এসময় জেলা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন