
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিল সহ ০৩ জনকে গ্রেফতার করেছে।আটককৃতের নামসমরেশ মন্ডল, ইকরামুল কবির রুবেল ও নাহিদ হাসান।
ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,মোঃ নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে এসআই(নিঃ)/রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ১২/০৪/২০২৫ খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন খলিশখালী ওয়াপদা রোডস্থ মরহুম নুরুল ইসলাম সুবেদারের বাড়ির সামনে উপর থেকে আসামী ১। সমরেশ মন্ডল (২৯), পিং-চিত্তরঞ্জন মন্ডল, সাং- টিকেট পশ্চিমপাড়া, থানা দেবহাটা, জেলা সাতক্ষীরা এর হেফাজত হইতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।একই দিন অথাৎ ১২/০৪/২০২৫ খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় সাতক্ষীরা থানাধীন লাবসা জিরো পয়েন্ট মোড়স্থ সাতক্ষীরা টু কলারোয়া সড়কের রাফিন ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ ইকরামুল কবির রুবেল (৫৩), পিং মোঃ নাজিম উদ্দিন, সাং বুধহাটা, থানা আশাশুনি, জেলা সাতক্ষীরার হেফাজত হইতে ০৫ বোতল ফেন্সিডিল এবং ২। মোঃ নাহিদ হাসান (২৩), পিং মোঃ হামিদ গাজী, সাং পুরাতন সাতক্ষীরা, থানা-সাতক্ষীরা,জেলা সাতক্ষীরা এর হেফাজত হইতে ০৫ বোতল ফেন্সিডিল সহ তাদের কে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবির ওসি নিজাম উদ্দীন মোল্যা জানান,আটককৃত দের নামে ডিবি পুলিশ বাদী হয়ে দেবহাটা থানা ও সাতক্ষীরা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।ওসি ডিবি আরো জানান,আটককৃত দের বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।