একাধিক নাশকতা মামলার আসামী জামাত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের বিশেষ মুখপাত্র আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন।জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ সূত্র জানায়,ডিবি পুলিশের ইনচার্জ আলী আহমেদ হাশমীর তত্বাবধানে পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান,সহকারী সাব-ইন্সপেক্টর রাজু আহমেদ,সহকারী সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ আভিযান পরিচালনা করে তাকে সোমবার সকাল ১১টায় সদরের আগরদাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেন।ধৃত আসামী জামাত নেতা আব্দুর রাজ্জাক সদরের মৃগিডাঙ্গা গ্রামের মৃত এসহাক আলীর পুত্র।
এবিষয় গোয়েন্দা পরিদর্শক শাহরিয়ার হাসান প্রতিবেদক কে বলেন আব্দুর রাজ্জাক ১৯৭১ সালের মাওলানা আব্দুল খালেক মন্ডলের ক্যাম্প পরিচালনাকারি ও তৎকালীন মৃগিডাঙ্গা পিস কমিটির সম্পাদক ছিলেন বলে জানায় এলাকাবাসি। আব্দুর রাজ্জাক বর্তমানে খালেক মন্ডলের অনুপস্থিতে জামাতের অর্থ যোগানদাতা। জামাত নেতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে জিআর ৫৯৯, ৬০০, ৬০১/১৮ নাশকতা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী আব্দুর রাজ্জাকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।