শেখ আরিফুল ইসলাম আশা: ভারত থেকে চোরাপথে পাচার করা ৬০ টি ড্রাম ভর্তি ৩০০ লিটার ফরমালিন আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনা মোতাবেক        গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফরিদ হোসেন,এস আই বিশ্বজিৎ সরকার,এএসআই জসীমউদ্দীন ও ফজলুল করিম কে সাথে নিয়ে মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলার কুলিয়ার একটি মাছের হ্যাচারিতে অভিযান চালানো হয়।
অভিযানে সুরমা হ্যাচারির রান্নাঘর থেকে থেকে ৬০ টি ড্রামে থাকা এই ফরমালিন আটক করা হয়েছে। ভারত থেকে চোরাপথে পাচার করে আনা এই ফরমালিন হিমায়িত খাদ্য মাছ এমনকি ফল সংরক্ষণে ব্যবহার করা হতো।
তিনি জানান ফরমালিন পাচারের সাথে জড়িত কাসেম ফকির নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।তিনি আরো জানান, আকটকৃতদের নামে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন