সাতক্ষীরা (ডি.এফ.এ) বাফুফে জেলা ১ম বিভাগ ফুটবল লীগ -২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকালে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক (উপসচিব)জনাব শাহ্ আবদুল সাদীী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ  ইলতুস মিশ,, সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র সভাপতি মো. রেজওয়ান খান মুন্না প্রমুখ।

সাতক্ষীরা স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮ এর ফাইনাল খেলায় অংশ নেয় টাউন স্পোটিং ক্লাব বনাম ভাঁলুকা চাঁদপুর সবুজ সংঘ। খেলার প্রথমার্ধের খেলায় টাউন স্পোটিং ক্লাব ১টি এবং ভাঁলুকা চাঁদপুর সবুজ সংঘ দল ১টি গোল করে। দ্বিতীয়ার্ধের খেলা দু’দলই ভাল খেললেও নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে ৫-৪ গোলে টাউন স্পোটিং ক্লাবকে পরাজিত করে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ জয়লাভ করে এবং (ডি.এফ.এ) বাফুফে জেলা ১ম বিভাগ ফুটবল লীগ -২০১৮ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভাঁলুকা চাঁদপুর সবুজ সংঘের সাগর এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন বেলাল।

এ সময় উপস্থিত ছিলেন ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮ এর চেয়ারম্যান ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সম্পাদক কিরণ¥য় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার শাহ আলম হাসান শানু, শেখ আব্দুল কাদের, নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইদ্রিস বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য সদস্য আনোয়ার হোসেন, গোলাম ফারুক বাবু, মো. আবুল কাশেম বাবর আলী, ভাঁলুকা চাঁদপুর সবুজ সংঘের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিঠুসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা ও অসংখ্য ফুটবল প্রেমি দর্শক। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন ইকবাল আলম বাবলু, সহকারী রেফারী ছিলেন এ কে আজাদ কাঁনন, পিপুল খান ও রফিকুল ইসলাম খান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিফা রেফারী ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন