সাতক্ষীরা থানার নতুন ওসি হিসাবে এস এম কাইয়ুম যোগদান করেছেন।শনিবার অপরাহ্নে তিনি সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।
পরে ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ কুমারের নিকট থেকে থানার ইনচার্জের দায়িত্ব বুঝে নেন।এর আগে থানায় আগমন করলে সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ কুমার ও থানার ইন্সপেক্টর (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ নবাগত ওসি কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।
খোজ নিয়ে জানা যায়। নবাগত ওসি এসএম কাইয়ুম খুলনা জেলার বাসিন্দা। ২০০৩ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট থানার ওসি হিসাবে কর্মরত ছিলেন।ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জনক।তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
– প্রেস বিজ্ঞপ্তি।