নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান, অতিঃ পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক,ও সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তারের সার্বিক নির্দেশনা মোতাবেক নিয়মিত মাদক বিরোধী অভিযানের ধারাবাহিতকায় এবং সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মারুফ আহম্মেদের মাদক ও জঙ্গি বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে…….

অদ্য ২১/১২/২০১৭ তারিখে সাতক্ষীরা থানায় কর্মরত এসআই মোঃ মিরাজ আহম্মদ এর নেতৃত্বে তাহার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মো: খায়রুজ্জামান খান ওরফে টনি (৩২), পিতা- মো: আব্দুল খালেক খান গ্রাম : (পলাশপোল দক্ষিনপাড়া) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, নামক ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে ২০(বিশ) পিচ ইায়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

উল্লেখিত ধৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।গ্রেপ্তারের বিষয়ে এসআই মিরাজ আহম্মেদ জানান,ধৃত আসামী খায়রুজ্জামান খান (টনি)সাতক্ষীরা জজ কোর্ট এলাকার একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এবং নিয়মিত মাদক সেবন করেন।তাকে গ্রেপ্তারের জন্য অনেক দিন ধরে চেষ্টা চালানো হচ্ছে কিন্তু সে বাড়িতে না থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে বসবাস করে।গতকাল রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে তাকে জজ কোর্ট এলাকা থেকে ২০ পিচ ইয়াবা সহ নাতে-নাতে গ্রেপ্তার করা হয় এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন