সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 182 দর্শন

 

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৫০ বতল ফেনসিডিল উদ্ধার করা হঢেছে।  এঘটনায় সদর থানা পুলিশ সূত্র জানিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান, পিপিএম এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)  মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার  অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-১৪/০১/২০২৩ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই/ মিঠুন মজুমদার এএসআই রাকিবুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ ভোর ০৪:৪৫ ঘটিকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এইরূপ গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন বৈকারী ইউনিয়নের খলিলনগর বল ফিল্ডের পশ্চিম পাশে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন মাদক ব্যবসায়ী একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজনের সম্মুখে উক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, মূল্য অনুমান ০১ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পলাতক আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন