সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ০১টি দেশীও তৈরী অবৈধ ওয়ান শুটারগান অস্ত্র’সহ ০১ জন এবং পৃথক দু’টি অভিযানে ০১ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামী গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সজিব খানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ  মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে  পুলিশ পরিদর্শক (তদন্ত)/ বিশ্বজিৎ কুমার, পুলিশ পরিদর্শক (অপারেশন)/তারেক ফয়সাল ইবনে আজিজ, এসআই আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আজ ৩০/০৫/২০২২ তারিখ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে  সাতক্ষীরা থানাধীন শিয়ালডাঙ্গা গ্রাম হইতে ০১টি দেশীও তৈরী ওয়ান শুটারগান অস্ত্র সহ আসামী ফরিদা খাতুন কে গ্রেফতার করে।

থানা পুলিশ আরো জানায়, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে অপর পৃথক অভিযানে থানার এসআই/মিনাজ, এসআই/দেব কুমার , এএসআই/ইসতিয়াক, এএসআই/জিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আসামী হালিমা খাতুন ও ৫২ পিচ ইয়াবা সহ মিনারʼ কে আটক করতে সক্ষম হয় পুলিশের ঐ চৌকশ টিম।

এছাড়াও গ্রেফতারী পরোয়ানা ও নিয়মিত মামলায় মোট ০৫ জন আসামীদের গ্রেফতার করা হয় বলে জানান,সাতক্ষীরা থানার ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ কুমার।

মাদক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির জানান,অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে আটককৃতের নামে অস্ত্র আইনে সাতক্ষীরা থানায় মামলা রুজু করেছে।তিনি জানান,গাঁজা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে আটককৃতদের নামে আরো ২টি মামলা দায়ের করেছে।ওসি আরো জানান,আটককৃতদের আগামীকাল সকালে বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন