সাতক্ষীরা থানা পুলিশের পৃথক ৩টি অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ আটক-০৩

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 522 দর্শন

 

সাতক্ষীরা থানা পুলিশ নিয়মিত অভিযানে পরিচালনা করে  ৫০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আসামীকে  গ্রেফতার  করেছে।থানা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান এঁর  দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মীর আসাদুজ্জামানের  তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার  অফিসার ইনচার্জ/ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-০৪/১২/২০২২ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই/হাসানুর রহমান, এএসআই/আনিচুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ২২:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন কারীমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা রাস্তার উপর হইতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ আজমীর হোসেন(১৯), পিতা-মোঃ আঃ হাকিম, মাতা-মোছাঃ আঞ্জুয়ারা খাতুন ,স্থায়ী: গ্রাম-গড়েরকান্দা (গফুর সাহেবের ব্রিজের উত্তর পাশ্বে) ২. মোছাঃ আঞ্জুয়ারা খাতুন(৫২), (পলাতক) পিতা-মোঃ আব্দুল জলিল, স্বামী/স্ত্রী-মোঃ আঃ হাকিম , গ্রাম-গড়েরকান্দা (গফুর সাহেবের ব্রিজের উত্তর) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করে।থানা পুলিশের সুত্র জানায়,

একই দিনে  ২২.১৫ ঘটিকায় এসআই/শাহজালাল, এএসআই/ জিয়াউর, এএসআই/ইব্রাহীম রাসেল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সাতক্ষীরা থানাধীন কামারবায়সা সাকিনস্থ খোদাবক্স এর চায়ের দোকান সংলগ্ন উত্তর পাশের পাকা রাস্তার উপর হইতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ আবু রায়হান(১৯), পিতা-আঃ রহমান দালাল , গ্রাম- কেড়াগাছি, থানা- কলারোয়া, জেলা -সাতক্ষীরাকে এবং ইং-০৫/১২/২০২২ তারিখ ভোর ০৫.৩০ এসআই/শাহজালাল, এএসআই/ জিয়াউর, এএসআই/ গোলাম মোস্তফা, এএসআই/ শাহানুর সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সাতক্ষীরা থানাধীন ০২ নং কুশখালী ইউপির ছয়ঘরিয়া সাকিনস্থ ছয়ঘরিয়া জামে মসজিদের পাশে পাকা রাস্তার উপর হইতে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১. মোঃ খালিদ হোসেন খোকা(২৬), পিতা-মোঃ হুমায়ুন কবির ,গ্রাম- কুশখালী, উপজেলা/থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান,আটককৃতের নিকট হতে  উদ্ধারকৃত আলামতের সর্বমোট মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা।তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরূদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক  বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন