শেখ আরিফুল ইসলাম(আশা): সাতক্ষীরা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৬ জন নাশকতা মামলার পলাতক আসামি কে গ্রেপ্তার করেছে ।থানা পুলিশের বিস্বস্থ্য সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ ও সদর সার্কেলের এডিশনাল এসপি মেরিনা আক্তারের সার্বিক নির্দেশনা মোতাবেক সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বাধীন টিম অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি মোঃ কবিরুল ইসলাম (৪০), পিতা- মৃত বারেক গাজী , স্থায়ী : গ্রাম- আলীপুর, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর উপজেলা ও আসামি মোঃ শওকত আলী (৫৪), পিতা- মৃত লোকমান সরদার , স্থায়ী : গ্রাম- আলীপুর, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর নামক ০২ জন সহিংশ ও নাশকতা মামলার পলাতক আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।

অপর এক অভিযানে সাতক্ষীরা থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর মোঃ মহসীন হাওলাদার এর নেতৃত্বাধীন টিম ও ফোর্সের সহায়তায় দিন ভোর অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি মোঃ বনি আমিন মুকুল (৪১), পিতা- মৃত আবুল হোসেন বিশ্বাস , স্থায়ী : গ্রাম- কুশুডাঙ্গা, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ, ২। মোঃ মফিজুল ইসলাম (৩৬), পিতা- মোঃ আকিমুদ্দীন গাজী, স্থায়ী : গ্রাম- রায়পুর, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ, ৩. মোঃ মহিউদ্দীন (২৬), পিতা- আতাহার আলী সরদার , স্থায়ী : গ্রাম- গদাঘাটা, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ, ৪. মোঃ সেলিম হাজাম (৪৮), পিতা- মৃত মতিয়ার রহমান , স্থায়ী গ্রাম- : কাশেমপুর, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর বাংলাদেশ নামক ০৪ জন নাশকতা মামলার পলাতক আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম প্রতিবেদক কে বলেন, আটককৃত আসামিদের নামে নাশকতা মামলা আছে।তারা দীর্ঘদিন যাবৎ আত্মগোপন করে ছিলো।ধৃত আসামিদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন