সাতক্ষীরা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও ইয়ারগান সহ আটক-০৭

দ্বারা zime
০ মন্তব্য 32 দর্শন

সাতক্ষীরা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও মামলার পলাতক সহ মোট ৭ জন আসামিকে আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার (০৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) সাতক্ষীরা থানার ওসি মুহা:মাসুদুর রহমানের নেতৃত্বে  এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও সনোবাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে শেখ আবিদ হাসান (৪৮), পিতা- শেখ মাহামুদ হাসান, সাং- সুলতানপুর, থানা ও জেলা- সাতক্ষীরা’কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি খেলনা পিস্তল, ২টি এয়ারগান এবং এয়ারগানের ৫২টি গুলি উদ্ধার করা হয়।
এছাড়া একই দিনে এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারাসহ আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আজিজুল, পিতা- মোঃ ওয়াজেদ আলী, সাং- ঘুড্ডরে ডাঙ্গী, থানা- সাতক্ষীরা সদর; হীরক মণ্ডল (১৯), পিতা- অরুণ মণ্ডল, সাং- নাটানা, থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরা (বর্তমানে পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকায় ভাড়াটিয়া) এবং মোঃ ইসমাইল হোসেন বাবু, পিতা- আব্দুল মজিদ, সাং- কুখরালী, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা।

আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মুহা: মাসুদুর রহমান পিপিএম জানান,গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন