সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আলমঙ্গীর হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে পুলিশ।থানা পুলিশের সূত্র জানায় সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এএসআই এমামুল ও সংঙ্গীয় ফোর্সের সহযোগীতায় আলিপুর হাটখোলা এলাকায় অভিযান চালান একটি সদর থানা পুলিশের একটি টিম।অভিযান পরিচালনা কালে কালে আলমগীর হোসেন (৩০) কে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধঘোষিত ফেন্সিডিল সহ আটক করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন,পিতা- মৃত আবু তালেব মোল্যা স্থায়ী : গ্রাম- চন্ডিপুর (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম আপডেট সাতক্ষীরা কে বলেন,চলো যাই যুদ্ধে…মাদকের বিরুদ্ধে,, উক্ত শ্নোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা থানা পুলিশ সদর উপজেলার ১৪টি উপজেলা ব্যাপি মাদক বিরোধী সাড়াশি অভিযান অব্যহত রেখেছে।তার ই ধারাবাহিকতায় ও সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান মহোদয়ের নির্দেশনা মোতাবেক  আমরা সোমবারে সদর উপজেলার আলীপুর এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিল সহ পাইকারী মাদক ব্যবসায়ী আলমগীর কে আটক করতে সক্ষম হয়েছি।তিনি আরো জানান,ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক তাকে বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন