সিটিজেন জার্নালিস্ট(জিমি): সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫০ বোতল ফেন্সিডিল সহ কুক্ষাত মাদক ব্যবসায়ী জাহিদ মোল্লা(২১)কে আটক করেছে পুলিশ। থানা পুলিশের বিশ্বস্ত সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমানের নির্দেশনা মোতাবেক  শুক্রবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে  সদর থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম,সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার ও সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস,সহকারী সাব-ইন্সপেক্টর জাকির ও সংঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট এলাকায় মাদ্রাসার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।সেখানে এক যুবক কে  তিনটি সাদা রং এর বালতি নিয়ে ইঞ্জিন ভ্যানের অপেক্ষায় দাড়িয়ে থাকতে দেখে পুলিশ।এসময় পুলিশ ইনফরমেশন মোতাবেক  ছেলেটিকে চ্যালেঞ্জ করে।এসময় ঐ যুবকের কাছে থাকা তিনটি বালতি তল্লাশি করে ২৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল জব্দ করে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জাহিদ মোল্লা।তার বয়স আনুঃ২১ বৎসর।তার পিতার নাম ওয়াজেদ আলী মোল্লা,গ্রাম-বৈকারী মোল্লা পাড়া।পোঃ+থানা-সাতক্ষীরা সদর,জেলা-সাতক্ষীরা।

২৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী জাহিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,”চলো যাই যুদ্ধে…মাদকের বিরুদ্ধে”উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা থানা পুলিশ সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন সহ পৌরসভা ব্যাপি নিরবিচ্ছিন্ন ভাবে মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছে।তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮ টার দিয়ে সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে সদর থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম,সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার,সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস ও সহকারী সাব-ইন্সপেক্টর জাকির হোসেন ও সংঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ২৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী জাহিদ মোল্লা কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তিনি আরো জানান,ধৃত আসামীর নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজুর প্রকৃিয়া চলছে।ধৃত আসামিকে   আগামীকাল বিঞ্জ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন