মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্য বাহী সাতক্ষীরা পি.কে.ইউনিয়ন ক্লাবের (রেজিঃ নং ১৯৩৮) স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন ক্লাব চত্বরে পি কে ইউনিয়ন ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্লাবের স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ খান অর্প প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহীদ জজ, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা পরিষদ সদস্য এডভোকেট শাহ নেওয়াজ পারভীন মিলি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শফিকুল আলম বাবু, শেখ মারুফ আহমেদ, সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, মোহাম্মদ আলী সুজন, ইকবাল জামাদার, দপ্তর সম্পাদক মো. আবদুস সামাদ, সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান, নির্বাহী সদস্য মেহেদী আলী সুজয়সহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ও আ ম আখতারুজ্জামান মুকুল।