সাতক্ষীরা পুনাকের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

দ্বারা zime
০ মন্তব্য 243 দর্শন

 

সাতক্ষীরা পুনাকের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ  ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখেসাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরার উদ্যোগে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণের আয়োজন করা হয়।

শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী  মোছাঃ মরিয়ম খাতুন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাক এর মাধ্যমে দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর সহায়তায় সব সময় এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে এখন কম্বল দিচ্ছি।

আমরা যেন এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।
তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুনাকের সাধারণ সম্পাদিকা শাহনাজ সুলতানা, সাতক্ষীরা পুনাকের কোষাধাক্য  সিতিমা আলীম শিলা সহ পুনাকের সকল সদস্যগণ।শীতবস্ত্র অনুষ্ঠানে প্রায় ২০০ অসহায় ও দু:স্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন