সাতক্ষীরা পুলিশের অভিযানে আন্তজেলা ইজিবাইক চোরের ৬ সদস্য আটক

দ্বারা zime
০ মন্তব্য 477 দর্শন

 

সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা ইজি বাইক চোরের সক্রিয় ছয় চোর কে আটক করেছে।আটকৃত দের নাম -মোহাম্মদ বাবুল বিশ্বাস, মোঃ ইখলাসুর রহমান, মোঃ আব্দুর রহমান, শামসুর রহমান, সাগর মোল্যা, সাকিব হাসান।আটাকৃতদের মধ্যে আসামী বাবুলের বাড়ি কলারোয়া উপজেলায়।বাকী ৫ আসামীর বাড়ি যশোর জেলার ঘোপ ইউনিয়নে।

থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,গত ২৫ জানুয়ারি সাতক্ষীরা মিলগেট এলাকা থেকে ইজিবাইক  চুরি হওয়া মামলার প্রেক্ষিপ্তে  সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলামের নেতৃত্বে ছায়া তদন্তে নামেন সাতক্ষীরা থানার এসআই শামীম আক্তার সহ সঙ্গীয় ফোর্স।ছায়া তদন্তের এক পর্যায়ে খুলনা রোড মোড় থেকে বাবুল বিশ্বাস কে আটক করে এসআই শামীম। পরে বাবুল বিশ্বাস কে জিঞ্জাসাবাদ কালে বাবুল বিশ্বাসের স্বীকারোক্তিতে যশোরের ঘোপ এলাকায় অভিযান চালিয়ে অপর ৫ আসামী সহ দুটি চোরাই ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান,আটককৃত আসামীরা সাতক্ষীরা জেলা ব্যাপী ইজিবাইক চোরের সক্রিয় সদস্য।তাদের হেফাজাত হইতে দুটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানান,আটককৃত আসামীদের ঐ চুরি মামলায় বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন