সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

দ্বারা zime
০ মন্তব্য 4 দর্শন

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।আজ ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও সভাপতি, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

অনুষ্ঠানে পুলিশ সুপার  শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পরবর্তীতে পুলিশ সুপার কৃতি ও সফল শিক্ষার্থীদের হাতে ফলাফল কার্ড তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  এস. এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  মিথুন সরকার, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন