সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 20 দর্শন

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত  হয়েছে।বৃহম্পতিবার  ২৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও সভাপতি,ম্যানেজিং কমিটি সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

এছাড়া সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুনাক সভানেত্রী  জান্নাতুল ফেরদৌস তুলি।

এসময় তিনি অতিথিদের নিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শপথ গ্রহণ, বেলুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের একটি চৌকস দল পুলিশ সুপার, সাতক্ষীরা কে দৃষ্টিনন্দন মার্চ পাস্টের মাধ্যমে সালামি প্রদান করেন।

পুলিশ সুপার এসময় বলেন, খেলাধুলা শিক্ষার একটি অংশ। খেলাধুলা সহ সুস্থ সংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, বিদ্যালয় ভিত্তিক এই প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা সকলেই লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্),  মিথুন সরকার,  রাশিদ হাসান খান, প্রধান শিক্ষক, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন