সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 1026 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে পুলিশ লাইন্স মাঠে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা  শুভ উদ্বোধন ঘোষনা  করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  ও সভাপতি,ম্যানেজিং কমিটি,সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় কাজী মনিরুজ্জামান পিপিএম।

এ সময় তিনি অতিথিদের নিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শপথ গ্রহণ, বেলুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণ করেন।তারপর পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের একটি চৌকস দল পুলিশ সুপার,সাতক্ষীরা মহোদয়কে দৃষ্টিনন্দন মার্চ পাস্টের মাধ্যমে সালামি প্রদান করেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন,খেলাধুলা শিক্ষার একটি অংশ।খেলাধুলা সহ সুস্থ সংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে।খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে।ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।


তিনি আরও বলেন,এক সময় মানুষ তিন বেলা ঠিকমতো খেতে পারত না,পেটের তাগিতে অভিভাবকেরা সন্তানদের স্কুলে ভর্তি করতে চাইতো না,বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন, রাস্তাঘাট,বিদ্যুৎ,বই-খাতা সহ নারী পুরুষের চাকুরি বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এবং উপবৃত্তি প্রদান করেছেন।ফলে ছেলেমেয়েরা স্কুলমুখি হচ্ছে এবং শিক্ষার্থীরা খেলাধুলায় সুযোগ পেয়ে মাঠে আসছে। বিদ্যালয় ভিত্তিক এ প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হয়েছে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা সকলেই লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।খেলাধুলায় বিজয়ী হওয়া বড় কথা নয়। খেলাধুলায় অংশগ্রহণ করাই বড় কথা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মোঃআতিকুল ইসলাম,সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,,বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি বাবলুর রহমান  সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন