সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 110 দর্শন

 

সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ  ১০ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে সাতক্ষীরা জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় সাতক্ষীরা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন  রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),যশোর ও  হাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),খুলনা।

নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন ডা: মোঃ আবু হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা, ও  ডাঃ ইসমত জাহান সুমনা,মেডিকেল অফিসার(এমওসিএস),সিভিল সার্জন অফিস ,সাতক্ষীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন  মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),জনাব মোঃআনোয়ারুল কবীর, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, মোঃ শফিকুল ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সাতক্ষীরা সহ সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন