সাতক্ষীরার প্রাণসায়র খালপাড় থেকে উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর ও পরিধেয় সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে সদর উপজেলা ভুমি অফিসে প্রাথমিকভাবে ১৬ টি পরিবারে মাঝে এই ঘর ও ১০০টি পরিবারের মাঝে পরিধেয় সামগ্রী (শাড়ি, লুঙ্গি ও গামছা) বিতরণ করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে এই ঘর ও পরিধেয় সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, ভুমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী প্রমুখ।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় জানান, সাতক্ষীরা জেলাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রানসায়ার খালপাড়ের দুই ধার থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আর এই উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে ১০০ টি পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এই ঘর বিতরণ করা হবে।