সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক (২০১৮-১৯) নির্বাচন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল ৯টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন শুধুমাত্র সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। গত ১৪ জানুয়ারি (সোমবার) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
মনোনয়ন সম্পর্কিত আপত্তিগ্রহণ ও শুনানি শুরু হবে সন্ধ্যা ৭টায় চলবে রাত ৮টা পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহার করার শেষ সময় আগামি ২২ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত এবং একই সময়ে মনোনয়ন যাচাই-বাছাই, বাতিল ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। মনোনয়ন সংক্রান্ত সকল কার্যক্রম শেষে আগামি ২৬ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোটগ্রহণ করা হবে।
সাতক্ষীরার সাংবাদিকদের প্রধান এ সংগঠনে মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি ১জন, সহ-সভাপতি ১জন, সাধারণ সম্পাদক ১জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১জন, সাংগঠনিক সম্পাদক ১জন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ১জন, অর্থ সম্পাদক ১জন, দপ্তর সম্পাদক ১জন এবং সদস্য ৫জন।
এবছর সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫শ টাকা এবং অন্যান্য সকল পদের জন্য ৩শ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক জানান, প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদ্য সমাপ্ত সালের ১ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো জানান, আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে।
সূত্র: দৈনিক সাতক্ষীরা।