
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে মো: শাহীনুর চৌধুরী যোগদান করেছেন।রবিবার পূর্বাহ্ণ তিনি সাতক্ষীরা পুলিশ অফিসে যোগদান করেন।পরে তিনি সাতক্ষীরা সদর সার্কেলের দায়িত্বভার গ্রহণ করেন। যোগদান করার পর সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৬ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে (শিক্ষানবিশ) বেসিক ট্রেনিং এর জন্য যোগদান করেন। পরবর্তীতে তিনি ডিএমপি, ঢাকা/র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০/মুকসুদপুর সার্কেল, গোপালগঞ্জ এবং সর্বশেষ এসবি, ঢাকায় কর্মরত ছিলেন।