ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ” সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক চত্বরে কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ার স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে জাইকার সহযোগিতায় আলিপুর ইউনিয়নে অবস্থিত তিনটি কমিউনিটি ক্লিনিকের ১৫৩ জন সাপোর্ট গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শামীম আরা নাজনীন, উপ-পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ হুসাইন শাফায়াত, সিভিল সার্জন সাতক্ষীরা। উপস্থিত ছিলেন ডাঃ মাহবুবুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাতক্ষীরা সদর, ডাঃ সাইফুল্লাহ আর কাফি, মেডিকেল অফিসার সাতক্ষীরা সদর, পুলক কুমার চক্রবর্তী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জেলা সিভিল সার্জন অফিস, শেখ মহিবুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই),মোঃ আবুল কাশেম মেডিকেল টেকনোলজিস্ট স্যান্টারী ইনেসপেক্টের, নূরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সহিদ, মেহেদী হাসান তপু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়নে অবস্থিত তিনটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জেসমিন, রেবেকা ও শফিকুল। স্বাস্থ্য সহকারী আঃ রহমান,শিলা ও খালেদা। পরিবার পরিকল্পনা সহকারী শাহনাজ, সখিনা । উপস্থিত ছিলেন ইউনিয়নের ৩,৫ ও৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন, আশরাফুল ইসলাম ও মফিজুল ইসলাম। প্রধান অতিথি সাপোর্ট গ্রুপ কে উদ্দেশ্য করে বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। জরুরী স্বাস্থ্য সেবা প্রাপ্তির জন্য উচ্চতর সেবা কেন্দ্র প্রেরণে সহায়তা করতে হবে । এলাকার মা ও শিশুদের স্বাস্থ্য, অসংক্রামক রোগসমূহ পরিবার পরিকল্পনা পদ্ধতি, পুষ্টি, সচেতন করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ফারুক হাসান, এমটি এসআইটি।