ইব্রাহিম খলিল: সাতক্ষীরা সদর উপজেলার মাসিক আইন শৃংখলা ও চোরাচালান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।সভায় সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান,কৃষি অফিসার আমজেদ হোসেন,ফ্যামিলি প্লানিং অফিসার নকিবুল হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার,পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম হোসেন,উপজেলা প্রকৌশলী সফিউল আযম,একটি বাড়ি একটি বাড়ির সংগঠক মেহেদী হাসান,মাধ্যমিক শিক্ষা অফিসার বাশুদেব কুমার প্রমূখ।সভায় জনপ্রতিনিধি দের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহের চেয়ারম্যান মোশারাফ হোসেন,কুশখালীর চেয়ারম্যান সফিকুল ইসলাম শ্যামল,বৈকারীর চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে,ঘোনার চেয়ারম্যান ফজলুর রহমান মশা,ভোমরার চেয়ারম্যান ইসরাইল গাজী,ফিংড়ির চেয়ারম্যান সামছুর রহমান,ব্রক্ষ্ররাজপুরের চেয়ারম্যান শহিদুল ইসলাম,বল্লীর চেয়ারম্যান বজলুর রহমান,ঝাউডাঙ্গার চেয়ারম্যান আজমল হেসেন প্রমূখ।সভার সভাপতি ও নির্বাহী অফিসার দেবাশীষ চোধুরী আইন-শৃংখলা কমিটির সদস্য,জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন।সভায় সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিগত মার্চ মাস ও চলতি মাসের অপরাধ চিত্র তুলে ধরেন।সভার প্রথমে চোরাচালান বিষয়ক সভা হয়।সেখানে চোরাচালান কমিটির সদস্যগণ ও ভোমরা বিজিবি’র ক্যাম্প কমান্ডার,পদ্ম শাখরা বিজিবির ক্যাম্প কমান্ডার, ঘোনা বিজিবির ক্যাম্প কমান্ডার সহ সদর থানার ইনচার্জ উপস্থিত ছিলেন।সভায় সদর উপজেলা কে মাদক,জঙ্গী,সন্ত্রাস,ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষে সকল কে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান নির্বাহী অফিসার ও সভার সভাপতি দেবাশীষ চৌধুরী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন