♣♣♣
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলায় ৬৫ জন অসহায় ও দুস্থ্য মহিলাদের মাঝে ৩ হাজার টাকা হারে সরকারী অনুদান হিসাবে চেক বিতরন করা হয়েছে।এছাড়াও সদর উপজেলায় ১টি মন্দির ও পাঁচটি মসজিদ সংস্কার বাবদ ১ লাখ ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন নিজ কার্যালয়ে উপস্থিত থেকে উক্ত অনুদান বিতরন করেন।সাতক্ষীরা সংরক্ষিত আসনের মহিলা এমপি’র একান্ত সচিব জনাব দিপ হাসান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,সাতক্ষীরা মহিলা আসনের সংরক্ষিত সাংসদ সদস্য ও জেলা মহিলা আ’লীগ সভানেত্রী মিসেস রেফাত আমিন মহোদয়ের সরকারী কোষাগারের ২০১৭-২০১৮ বৎসরের তৃতীয় ও চতুর্থ কিস্তিতে এই অনুদান বিতরণ করা হয়।
সূত্র আরো জানায়,ধর্ম মন্ত্রনালয় থেকে অনুদান পাওয়া ১ লক্ষ ২৫ হাজার টাকা সাতক্ষীরা সদর উপজেলায় একটি মন্দির ও পাঁচটি মসজিদ সংস্কার ও মেরামতের নিমিত্তে মন্দির কমিটির সভাপতি ও সদর উপজেলার মসজিদ কমিটির সভাপতির নিকট বিতরণ করা হয়।তিনি আরো জানান,ইতিপূর্বে যারা ভিক্ষুক ছিলেন অথাৎ পূনর্বাসিত ভিক্ষুক ও অসহায় দুস্থ্য ৬৫ জন মহিলা কে ৩ হাজার টাকা করে সরকারী অনুদান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন