মাহফিজুল ইসলাম আককাজ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ গৃহ ও প্রতিষ্ঠানের জন্য ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। জনগণের কথা ভাবেন বলেই জননেত্রী শেখ হাসিনা মানবতার মা। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১শ’৪৯টি পরিবারের মাঝে এবং ১৮টি প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ২শ’ ব্যন্ডেল ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ ব্যান্ডেল প্রতি ৩ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।