সিটিজেন জার্নালিস্ট(জিমি): একটা সময় দেবহাটা এলাকায় মাদক কারবারীদের আতংঙ্কের একটি নাম ছিলো সাব-ইন্সপেক্টর মাজরেহা হোসেন।মাদকের স্বর্গরাজ্য নামে খ্যাত কুলিয়া-বয়রা-পারুলিয়া,শ্রীরামপুর এসব এলাকাগুলো ছিলো দারোগা মাজরেহার নখে-দর্পনে।সকাল-দুপুর-রাত যখনই ই তার বিট দিয়ে মাদক পাচার হতো, তখনই পাচারকারী মাদক সহ ধরা পড়তো দারোগা মাজরেহার পাতানো জালে।দেবহাটায় তিনি প্রথমে জয়েন্ট করেছিলেন এএসআই হিসাবে।কিন্তু খুব অল্প দিনে তিনি মাদক-জঙ্গী ও সন্ত্রাস দমনে বিশেষ ভুমিকা রাখায় পদন্নতি পেয়ে সাব-ইন্সপেক্টর হয়ে যান।শুরু হয় তার নতুন পদে নতুন করে পথ চলা।দেবহাটা উপজেলায় রেকর্ড ব্রেক পরিমান মাদক দ্রব্য উদ্ধার,রেকর্ড ব্রেক পরিমানে মাদক সেবী গ্রেপ্তার,রেকর্ড ব্রেক পরিমানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তার করে সাব-ইন্সপেক্টর মাজরেহা কয়েকবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ চৌকশ সাব-ইন্সপেক্টর হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ সন্মাননা পান।পরে দেবহাটা থেকে সাব-ইন্সপেক্টর মাজরেহা কলারোয়া উপজেলার সরশকাটি ফাঁড়ির ইনচার্জ হিসাবে বদলী হন।বদলী হয়েও থেমে থাকেনি তার কার্যক্রম।সেখানেও তিনি মাদক, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গড়ে তোলেন দুর্বার অভিযান।একের পর এক অভিযানে প্রায় সরশকাটি এলাকা মাদক মুক্ত হয়ে গেছে তার সময়ে। সরশকাটি ফাঁড়ি এলাকায় তিনি ট্রাফিক সপ্তাহে খুব দক্ষতার সহিত যানবহনের কাগজপত্রাদী পরিক্ষা নিরিক্ষা পুর্বক ঐ এলাকার সকল মটর সাইকেল চালকগন কে হেলমেট পরিয়ে ছেড়েছিলেন তিনি।সম্প্রতি অদ্য ০৮/৯/২০১৮ ইং তারিখে তিনি সরসকাটি পুলিশ ক্যাম্প, কলারোয়া হইতে বদলী সুত্রে সাতক্ষীরা সদর থানায় যোগদান করেছেন।সদর থানায় যোগদানের পর থেকেই তিনি সাতক্ষীরার ভোমরা-আলিপুর-পুষ্পকাটি-মাহমুদপুর,পদ্ম শাখরা,পাচানী,ঘোনা,বৈকারী,কুশখালী,কাশেমপুর, কদম তলা  সহ আরো কয়েকটি জাইগার মাদক স্পর্টে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছেন।তিনি তার ব্যক্তিগত ফেইজবুক এ্যাকাউন্ডে স্টাটাস দিয়ে জনগনের সহযোগীতা চেয়ে বলেছেন,সাতক্ষীরা সদর থানা এলাকায় মাদকদ্রব্য, জঙ্গীবাদ, অবৈধ অস্ত্র, চোরাচালান সম্পর্কে কোন তথ্য থাকলে আমাকে দিবেন প্লিজ।আমরা তথ্য দাতার পরিচয় গোপন রাখবো। আমি আমার ব্যক্তিগত মোবাইল ফোনটি আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম।যেকোন অপরাধ জানাতে পারেন আমার ০১৭১২-৮৬২১৭৮ নাম্বারে।তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু।জনগনের সহযোগীতা ছাড়া পুলিশের একার পক্ষ মাদক-জঙ্গি ও সন্ত্রাসবাদ  নির্মুল করা খুব কঠিন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন