সাতক্ষীরা জেলাকে ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা হিসাবে গড়ে তোলার জন্য যেমন সাতক্ষীরার জনবান্ধব জেলা প্রশাসক  মোস্তফা কামাল নিরালস ভাবে চেষ্টা করে যাচ্ছেন ঠিক তেমনই সাতক্ষীরার নবাগত জেলার নবাগত সিভিল সার্জন  ডাঃ হুসাইন শাফায়াত সাতক্ষীরা সদর হাসপাতাল কে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যতিক্রমধর্মী  পদক্ষেপ হাতে নিয়েছেন।সিভিল সার্জন বলেছেন সাতক্ষীরা সদর হাসপাতালের পরিবেশে  হবে ক্লিন হসপিট, গ্রিন হসপিটাল।

সোমবার সকালে সাতক্ষীরার নবাগত   সার্জন ডাঃ হুসাইন শাফায়াত সাতক্ষীরা সদর হাসপাতালেল ইমারজেন্সি রুম থেকে শুরু করে হাসাপাতালের প্রত্যেকটি রুমের জন্য একটি করে ঝাড়ু, একটি করে ঘরমুছনি ও একটি বাস্কেট বিতরণ করেন।বিতরণ কালে সিভিল সার্জন বলেন হাসপাতালে আসে মানুষ সেবা নিয়ে সুস্থ্য হতে কিন্তু হসপিটাল যদি নুংড়া হয় আর জীবানুমুক্ত না হয় তাহলে তো অপারেশন করা রোগীদের কাটা জাগায় ইনফেকশন হবে। ফলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়বে। তাই আজ থেকে আমি হাসপাতালের ভিতরে কোন ময়লা আবর্জনা দেখতে চাইনা। এসময় সিভিল সার্জন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে থাকা স্বজন দের উপদেশ দিয়ে বলেন আপনারা  যেখানে সেখানে  থুথু বা পানের পিক ফেলবেন না, দেওয়ালে হাত মুছবেন না। ঝাড়ু ও বাস্কেট বিতরণ কলে   এসময় সদর হাসপাতালের আরএমও  ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন সহ হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়জিত সকল কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন