সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল সকাল সাড়ে দশটায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবুল হোসেন, এমওসিসি ডা: জয়ন্ত কুমার সরকার, অবসর প্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শেখ আকছেদুর রহমান, ডিএইচআই রথিন্দ্রনাথ সরকার, সিভিল সার্জন অফিসের প্রধান হিসাবরক্ষক আশেক নেওয়াজ, এসএসএন নাসরিন সুলতানা, সৈয়দ মিজানূর রহমান, সিরাজুল ইসলাম, মজিবুর রহমান, নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থী মাসুমা খাতুন, এসময় সদর হাসপাতালের স্টাফ নার্স, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল ১০টায় সিভিল সার্জন অফিস হতে র‌্যালী রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহীনুর খাতুন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন