সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ দিদার বখত তার প্রার্থীতা প্রত্যাহার করে মহাজোট মনোনীত প্রার্থী অ্যাড.মোস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিয়েছেন। সৈয়দ দিদার বখত আজ শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন।
সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় নেতা সৈয়দ দিদার বখত সংবাদ সম্মেলনে বলেন, মহাজোটের মধ্যে দুই জন প্রার্থী থাকলে জামাত-বিএনপি মনোনীত প্রার্থী সুবিধাজনক অবস্থানে যাওয়ার সম্ভবনাই বেশি। বিধায় আমি আমার দলের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এবং জেলা ও উপজেলা নেতাদের সাথে আলাপ আলোচনা করে মহাজোট মনোনীত প্রার্থী ওয়ার্কাস পার্টির অ্যাড.মোস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিলাম।
সংবাদ সম্মেলনে এ সময় সাতক্ষীরা-১ আসনের মহাজোট মনোনীত প্রার্থী (ওয়ার্কার্স পার্টির) অ্যাড.মোস্তফা লুৎফুল্লাহ , সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সমস্য,সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,আওয়ামীলীগ নেতা ডা.মুনসুর আলী, এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, Rtv টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ঞ চক্রবতী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিবেদক ও চ্যানেল 24 চ্যানেলের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান (মনি),সাতক্ষীরা টুডের সম্পাদক সুমন কাইসার,দৈনিক পত্রদূতের সম্পাদক লাইলা পারভীন সেজুতি,দৈনিক সাতনদীর রিপোর্টার আকরামুল ইসলাম সহ দুই দলের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।