ইব্রাহিম খলিল: সাতক্ষীরা ২ আসনে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৩৭ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩লক্ষ ৫৬হাজার ২৬৮জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লক্ষ ৮৮ হাজার ১শ’৭২ জন ভোটার। এ আসনে কোন ভোট নষ্ট হয়নি। ১৩৭টি কেন্দ্রের সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি (নৌকা) প্রতীক ১ লক্ষ ৫৫ হাজার ৬শ’ ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক (ধানের শীষ) পেয়েছেন ২৭ হাজার ৭শ’ ১১ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৫শ’ ৮ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নিত্যানন্দ সরকার (মই) প্রতীক পেয়েছেন ১ হাজার ২শ’ ৮০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রবিউল ইসলাম (হাতপাখা) প্রতীক পেয়েছেন ১ হাজার ৩শ’ ৫৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জুলফিকার রহমান (আম) পেয়েছেন ৭৪৯ ভোট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন